বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭ ০০:০০ টা

ভারতীয় তিন চ্যানেলের সম্প্রচার নিয়ে শুনানি ২২ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচারে আইনগত বাধা নেই মর্মে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আবেদনের ওপরে ২২ অক্টোবর শুনানির দিন ধার্য হয়েছে। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনের ওপর শুনানি হবে। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ দিন ধার্য করেন। রিটের পক্ষের আইনজীবী একলাস উদ্দিন ভূঁইয়া গতকাল সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে ২০ ফেব্রুয়ারি তিনি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। ২৯ জানুয়ারি বাংলাদেশে ভারতীয় এই তিন টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন শুনানি শেষে খারিজ করে হাই কোর্ট। ২০১৪ সালে স্টার জলসায় প্রচারমান ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের ‘পাখি’ চরিত্রের নামের পোশাক কিনতে না পেরে বাংলাদেশে অনেকে আত্মহত্যা করে। এ নিয়ে ওই সময় পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে ওই বছরের ৭ আগস্ট হাই কোর্টে রিট করেন এক আইনজীবী। ২৬ আগস্ট বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ উত্থাপিত হয়নি মর্মে রিটটি খারিজ করে। এরপর আবার নতুন করে রিট আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৯ অক্টোবর ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বাংলাদেশে কেন বন্ধের নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট। পরে আদালত তা খারিজ করে।

সর্বশেষ খবর