বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭ ০০:০০ টা

দুই যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ

ঝিনাইদহ প্রতিনিধি

গত মঙ্গলবার ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুজনের লাশ এখনো ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ৫৮ বিজিবির সিও লে. কর্নেল জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ইতিমধ্যে পত্র দেওয়া হয়েছে এবং ব্যাটালিয়ন পর্যায়ে একটি পতাকা বৈঠক মঙ্গলবার রাতে হয়েছে। তিনি আরও জানান, ভারতের নদীয়া জেলার হাসখালি থানার কুমারী ক্যাম্পের বিএসএফ লাশ দুটি নিয়ে গেছে। উল্লেখ্য, মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তে খোলপুর গ্রামের শহিদুল ইসলাম তরফদারের ছেলে সোহেল তরফদার ও হারুন অর রশিদ ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার সময় মঙ্গলবার সকাল ১০টার দিকে সীমান্তের কাছাকাছি পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং দুজন গুলিবিদ্ধ হন।

সর্বশেষ খবর