শুক্রবার, ২৩ জুন, ২০১৭ ০০:০০ টা
হাই কোর্টের রুল

পাস নম্বর পেয়েও ১৮ শিক্ষার্থী অকৃতকার্য কেন

নিজস্ব প্রতিবেদক

গণিত বিষয়ে ৩৩-এর বেশি নম্বর পেয়েও ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জের বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ১৮ শিক্ষার্থীকে কেন অকৃতকার্য দেখানো হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। এ বিষয়ে করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। গতকাল রিটকারীদের আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী বিষয়টি সাংবাদিকদের জানান। চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট ৯ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী জানান, গ্রেড পয়েন্ট সিস্টেম অনুযায়ী কোনো বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ৩৩ নম্বর পেলে তা ডি গ্রেডের অন্তর্ভুক্ত হবে। ওই প্রতিষ্ঠানের এই ১৮ পরীক্ষার্থী গণিতে ৩৩-এর  বেশি নম্বর পেলেও তাদের অকৃতকার্য দেখানো হয়েছে।

সর্বশেষ খবর