শনিবার, ২৪ জুন, ২০১৭ ০০:০০ টা

দেশের স্বার্থ পরিপন্থী সংবাদ বর্জন করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

সত্যনিষ্ঠ সাংবাদিকরা সমাজ ও জাতির বিবেক। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, সত্য, তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করে দেশের কল্যাণে কাজ করতে হবে। দেশের স্বার্থ পরিপন্থী সংবাদ বর্জন করতে হবে। সাংবাদিকতায় দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সাংবাদিকরা ইচ্ছা করলে সব অসঙ্গতি দূর করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করছেন।

গতকাল বিকালে চিরিরবন্দর প্রেস ক্লাবের ত্রিতল ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব কথা বলেন।

প্রেস ক্লাব সহসভাপতি আলহাজ মো. ইউসুফ আলীর সভাপতিত্বে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার দেশে সুষম উন্নয়ন করতে বদ্ধপরিকর। বিএনপি-জামায়াতের নেতৃত্বে জঙ্গিগোষ্ঠী দেশকে পিছিয়ে দিতে চাইছে, তাদের সে চেষ্টা সফল হবে না। দেশে উন্নয়নের জোয়ার বইছে। দেশে এক সময় কোনো বিদ্যুৎ ঘাটতি থাকবে না। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী, এ জন্য দেশের জনগণ আওয়ামী লীগকে আবার ভোট দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী, সহকারী কমিশনার (ভূমি) মাশফাকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আয়ুবর রহমান শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, থানার অফিসার ইনচার্জ মো. হারেসুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, প্রকৌশলী ফিরোজ আহমেদ, ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, সাংবাদিক মোরশেদ উল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর