শনিবার, ২৪ জুন, ২০১৭ ০০:০০ টা

২৫ হাজার শাড়ি লুঙ্গি বিতরণ করলেন এমপি একরাম চৌধুরী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর নিজ বাড়িতে ঈদ সামনে রেখে গতকাল সকালে নোয়াখালী ৪ আসনের এম.পি একরামুল করিম চৌধুরী  অসহায় দুস্থদের মাঝে জাকাতের ২৫ হাজার শাড়ি লুঙ্গি বিতরণ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত হাজার হাজার নারী-পুরুষ জাকাতের শাড়ির জন্য এম.পির বাড়িতে ভিড় জমায়। এম.পি নিজেই এই শাড়ি বিতরণ করেন। কবিরহাট উপজেলা, সদর ও সুবর্ণচর উপজেলার দুস্থ লোকজন এ জাকাতের শাড়ির জন্য ভিড় করেন। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে তারা এই শাড়ি ও লুঙ্গি গ্রহণ করেন। এ সময় এম.পির সহযোগী হিসেবে জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুর রহমান জাবেদ, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সুধারাম ওসি আনোয়ার হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিগণ সহযোগিতা করেন। প্রতি বছরের ন্যায়  এ বারও ঈদকে সামনে রেখে জাকাতের সামগ্রী বিতরণ করা হয়।  এদিকে একই দিন এম.পির ভাই হাজী মোহাম্মদ ইব্রাহীমও সোন্দলপুর নিজ বাড়িতে অসহায় দুস্থদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ৫ হাজার শাড়ি লুঙ্গি বিতরণ করেন।   এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়।

সর্বশেষ খবর