রবিবার, ২৫ জুন, ২০১৭ ০০:০০ টা

ঈদযাত্রায় ট্রাক, বাসের ছাদে কেউ চড়বেন না

ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে আমরা কাজ করছি। দেশের সব মহাসড়কে সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ঈদের সময় গাড়ির চাপ বেশি থাকে। এ সময় কেউ ট্রাক বা বাসের ছাদে চড়বেন না। ট্রাক বা বাসের ছাদের যাত্রা খুবই ঝুঁকিপূর্ণ।

গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, আর্থ-সামাজিক কারণে নিম্ন আয়ের মানুষেরা খরচ বাঁচানোর জন্য সিমেন্টবাহী ট্রাকে উঠেছিল। রংপুরে ওই ট্রাক দুর্ঘটনার শিকার হয় ও অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। ঈদে যাত্রার জন্য কেউ এসব ঝুঁকিপূর্ণ যাত্রা করবেন না। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাসহ সারা দেশের পরিস্থিতি ভালো আছে। কোথাও কোথাও যানবাহন ধীরগতিতে চলছে তুলনামূলক জ্যাম নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন— সড়ক বিভাগের ঢাকা তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর