রবিবার, ২৫ জুন, ২০১৭ ০০:০০ টা

জাল দলিলে অর্থ আত্মসাৎ মামলার আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক

জাল দলিলের মাধ্যমে ইলেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের অর্থ আত্মসাৎ মামলায় জনৈক শাহ আলতাফ হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার অতিরিক্ত সিএমএম শেখ হামিদুল ইসলামের আদালতে হাজির করা হলে আদালত জামিনের আবেদন নাকচ করে সম্প্রতি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে ১ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ১৮ জুন রাজধানীর গুলশান থানায় শাহ আলতাফের বিরুদ্ধে মামলা করে ইলেকট্রা ইন্টারন্যাশনাল। মামলার পর তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, আসামি গুলশানের ৬৮ নম্বর রোডের ৬/এ নম্বর বাসার বাসিন্দা। তিনি নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর মৌজার ফৌজি চটকল লাগোয়া স্থানে নিজের কেনা ও বায়না করা ৩৯ বিঘা জমি প্রতিবিঘা ২৬ লাখ টাকা মূল্য হিসেবে ইলেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছে বিক্রির জন্য একটি বায়নাপত্র দলিল করেন। এর মাধ্যমে তিনি ২০১১ সালের ১১ ডিসেম্বর ওই প্রতিষ্ঠানের কাছ থেকে দেড় কোটি টাকা গ্রহণ করেন। পরে ওই জমির বিপরীতে কোম্পানির কাছ থেকে আরও টাকা নেন। পরে দলিল জালিয়তির বিষয়টি ধরা পড়লে তিনি তার গৃহীত অর্থ ফেরত দেওয়ার অঙ্গীকার করলেও তা ফেরত দিচ্ছেন না।

সর্বশেষ খবর