রবিবার, ২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

অসাংবিধানিক সরকারের অধীনে নির্বাচনে যাবে না জাপা : বাবলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টি। গতকাল রাজধানীর শ্যামপুরে কদমতলি ও শ্যামপুর থানা জাতীয় পার্টি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাবলা আরও বলেন, বর্তমান সরকার নির্বাচনের সময়ে নির্বাচন কমিশনকে সহায়তার জন্য এবং রাষ্ট্রের রুটিন কাজ পরিচালনার জন্য সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। আর স্বাভাবিক নিয়মে সেই কথিত সহায়ক সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা। তাই গণতান্ত্রিক নিয়মে শেখ হাসিনার অধীনেই জাতীয় পার্টিসহ সংবিধান ও গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। বাবলা বলেন, জাতীয় পার্টি নির্বাচন মুখী দল। গণতন্ত্র  রক্ষা ও সংবিধান সমুন্নত রাখতে যে কেনো প্রতিকূল পরিস্থিতিতেও আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছি। তাই আগামীতে আমরা দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনে অংশ নেব। তবে তা হতে হবে অবশ্যই বর্তমান সংবিধানের আলোকে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ ীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, শামসুজ্জামান কাজল, জহিরুল ইসলাম সরকার প্রমুখ।

সর্বশেষ খবর