রবিবার, ২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আশুলিয়ায় অটোরিকশা চালকদের মানববন্ধন

সাভার প্রতিনিধি

আশুলিয়ায় ট্রাফিক পুলিশের দুই সদস্যকে প্রত্যাহারের দাবিতে অটোরিকশাচালকরা গতকাল মানববন্ধন করেছেন। এ সময় তারা মহাসড়কের পাশে রিকশা চলাচলের জন্য পৃথক সড়কেরও দাবি জানান। স্থানীয় অটোরিকশাচালক সমিতি আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, নরসিংহপুর এলাকার শামীম শিকদার যাত্রী নিয়ে শুক্রবার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে সার্জেন্ট আমিনুর রহমান ও ট্রাফিক পুলিশ মনির মহাসড়কে অটোরিকশা চালানোর অপরাধে তার অটোরিকশার ব্যাটারি খুলে নিয়ে চলে যান। শত অনুনয় করেও ব্যাটারি ফেরত না পাওয়ায় ক্ষোভে-দুঃখে শামীম বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে প্রকাশ্যে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তার মুখমণ্ডলসহ শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সর্বশেষ খবর