মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

তিন রেলওয়ে স্টেশনে রাজস্ব বেড়েছে আড়াই কোটি টাকা

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ তিন স্টেশন কমলাপুর, বিমানবন্দর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গত বছরের তুলনায় এবার ঈদে রাজস্ব আয়ের পাশাপাশি যাত্রীও বেড়েছে। এ বছর ঈদুল ফিতরের ৫ দিন আগে এই তিন স্টেশনে মোট যাত্রী হয়েছে ৪২ হাজার ৬১২ জন এবং রাজস্ব আয় হয়েছে ১১ কোটি ৮০ লাখ ৮৭ হাজার ৫১৭ টাকা। এতে তিন স্টেশনে এবার যাত্রী বেড়েছে ৫৭ হাজার ৭৭২ জন এবং রাজস্ব আয় বেড়েছে ২ কোটি ৩২ লাখ ৫৫ হাজার ৬১৬ টাকা। পাশাপাশি পূর্বাঞ্চলের অন্য স্টেশনগুলোতেও একইভাবে যাত্রী ও রাজস্ব বেড়েছে বলে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন রেলের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিএম) সরদার শাহাদাত আলী। তাছাড়া নিরাপত্তাসহ বিভিন্ন ধরনের প্রশাসনিক মনিটরিং ব্যবস্থা কঠোর হওয়ায় বিনা টিকিটের যাত্রী নেই। এতে পূর্বাঞ্চলের যাত্রী পরিবহন থেকে আয় অনেক বেড়েছে।

একইভাবে গত বছর ২০১৬ সালের ঈদের ৫ দিন আগে কমলাপুর রেল স্টেশনে মোট যাত্রী ১ লাখ ৭৭ হাজার ৯৭৫ জন ও রাজস্ব আয় হয়েছিল ৪ কোটি ৪০ লাখ ৭৬ হাজার ৯৯৬ টাকা, বিমানবন্দরে মোট যাত্রী ৪২ হাজার ৮৫৪ জন এবং রাজস্ব আয় ৯৬ লাখ ৬৩ হাজার ৯৮৪ টাকা, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে মোট যাত্রী ৮৯ হাজার ৬৩৯ জন এবং রাজস্ব আয় হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৩৫ হাজার ৩০৫ টাকা।

 

সর্বশেষ খবর