বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ইয়াবা বিক্রেতা নারীসহ দুজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইয়াবাসহ গ্রেফতার হওয়া এক নারীসহ দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিত দুজনের একজন কক্সবাজারের টেকনাফ উপজেলার কাজির পাড়ার নুরুল ইসলামের ছেলে শামসুল আলম। আরেকজন মোছাম্মৎ নূরুচ্ছফা একই এলাকার আবদুল মালেকের স্ত্রী। আদালত শামসুল আলমকে ছয় বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে। নূরুচ্ছফাকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছে আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক মাস কারাগারে থাকতে হবে। গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দিয়েছেন বলে জানান চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী।

তিনি বলেন, গত বছরের ১৯ মে শাহ আমানত সেতু সংযোগ সড়কের বশরুজ্জামান চত্বর থেকে শামসুল আলমকে ৮০০ ও নূরুচ্ছফাকে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। নগরের কর্ণফুলী থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন অধিদফতরের পরিদর্শক আনোয়ারুল হক। একই বছরের ২০ জুন অভিযোগপত্র দাখিলের পর ২১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ছয়জনকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করে। হাই কোর্ট থেকে জামিন নিয়ে দুই আসামি বর্তমানে পলাতক আছেন।

সর্বশেষ খবর