শিরোনাম
শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা
ভোলার রাজ্জাক হত্যা মামলা

ভিকটিমের পিতাকে বাদী হিসেবে গ্রহণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ভোলার আবদুর রাজ্জাক হত্যা মামলায় ভিকটিমের পিতাকে বাদী হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়। একই সঙ্গে মামলায় ভিকটিমের পিতা মো. হোসেন মিয়ার নারাজি আবেদন গ্রহণ করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি  জেনারেল মাহবুবে আলম। জানা গেছে, ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর ঈদুল আজহার রাতে ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদল নেতা মো. আবদুর রাজ্জাককে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করে। ২৭  সেপ্টেম্বর ওই ঘটনায় স্থানীয় চৌকিদার মুফু আলম বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করেন।

 মামলার বিষয়ে নিহতের পরিবার কিছুই জানত না। ওই মামলার চার্জশিট দাখিলের পর শুনানির দিন ধার্য হয়। এর ওপরে ২০১৬ সালের ২৯ আগস্ট শুনানিতে নারাজি আবেদন করেন নিহতের পরিবার। নারাজি আবেদনের কারণে দুই আইনজীবীর ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই দিনই আদালত বর্জন করেন আইনজীবীরা।

পরে ওই আবেদন নিয়ে হাই কোর্টে আসে নিহতের পরিবার। হাই কোর্ট মামলার নারাজি আবেদন গ্রহণের বিষয়ে রুল জারি ও মামলার কার্যক্রম স্থগিত করে। শুনানি শেষে আদালত রুল খারিজ করলে নিহতের বাবা ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন। গতকাল আপিলের শুনানিতে বিচারিক আদালতকে নারাজির আবেদন গ্রহণ করার নির্দেশ দেয় আপিল বিভাগ।

সর্বশেষ খবর