শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এক বছরেও শোলাকিয়া হামলার অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ

প্রতিদিন ডেস্ক

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের আগে জঙ্গি হামলার এক বছরেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোর্শেদ জামান বলেছেন, হামলার ‘অন্যতম হোতা’ নব্য জেএমবির জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর জবানবন্দি অনুযায়ী অস্ত্রদাতা, অর্থদাতা ও হামলার নেপথ্যে যারা ছিল তাদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং যাচাই-বাছাইয়ের কাজেই অভিযোগপত্র দিতে বিলম্ব হচ্ছে। বিডিনিউজ।

গতবছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন জঙ্গি হামলায় ২২ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে সারা দেশে ব্যাপক নিরাপত্তার মধ্যেই সাত দিনের মাথায় ৭ জুলাই আবার আঘাত হানে জঙ্গিরা। রোজার ঈদের দিন শোলাকিয়ায় সবচেয়ে বড় ঈদ জামাতের আগে মানুষ যখন ঈদগাহের মাঠে সমবেত হচ্ছিলেন, তখনই অদূরে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ফটকের কাছে বসানো পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা হয়। জঙ্গিদের ধারালো অস্ত্রের আঘাত ও বোমায় নিহত হন দুই পুলিশ সদস্য।

গুলশান হামলার পরিকল্পনাকারী হিসেবে পুলিশ যাদের চিহ্নিত করেছিল, তাদের মধ্যে জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধীকে গত ২৬ ফেব্রুয়ারি টাঙ্গাইল থেকে গ্রেফতারের পর শোলাকিয়ার মামলায়ও গ্রেফতার দেখানো হয়। পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর গত ২ জুন তিনি কিশোরগঞ্জের  জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইকবাল মাহমুদের কাছে জবানবন্দি দেন। সেই জবানবন্দির বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা মুর্শেদ জামান বলেন, শোলাকিয়ায় হামলার উদ্দেশ্য ছিল মাওলানা মাসঊদকে হত্যা করা। শোলাকিয়ায় যে বাড়িতে জঙ্গিরা হামলার আগে আশ্রয় পেয়েছিলেন, সেই বাড়ির মালিক আনোয়ার হোসেনও এ মামলায় গ্রেফতার হয়ে কিশোরগঞ্জ কারাগারে আছেন। তদন্ত কর্মকর্তা বলেন, তিন দিনের রিমান্ডে রাজীব গান্ধী বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অস্ত্রদাতা, অর্থদাতা ও হামলার নেপথ্যে আরও যারা ছিলেন তাদের নাম প্রকাশ করেছেন তিনি।

সর্বশেষ খবর