শনিবার, ৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

উৎসবমুখর শিল্পকলা একাডেমি

সাংস্কৃতিক প্রতিবেদক

উৎসবমুখর শিল্পকলা একাডেমি

একে তো গতকাল ছুটির দিন ছিল, অন্যদিকে দেশের শীর্ষ স্থানীয় নাটকের সংগঠন লোক নাট্যদলের তিন যুগ পূর্তির নাট্যোৎসব চলছিল। সব মিলিয়ে রাজধানীর শিল্পকলা একাডেমি ছিল উৎসবমুখর। নাট্যকর্মী ও নাট্যানুরাগীদের পদচারণায় ভিন্নরূপ বিরাজ করছিল এখানে। এ দিন ছিল চার দিনের নাট্যোৎসবের তৃতীয় দিন। ছুটির দিন হওয়ায় বিকাল থেকেই শুরু হয় নাটকের প্রদর্শনী। এ দিনের প্রতিটি প্রদর্শনীতেই ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। রমজান ও ঈদুল ফিতরের ছুটির কারণে এত দিন নাট্যাঙ্গন কিছুটা স্থবির থাকলেও এই নাট্যোৎসবের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমি তার চিরচেনা রূপ ফিরে পেয়েছে।  উৎসবের তৃতীয় দিনে বিকাল ৪টা থেকে একাডেমির জাতীয় নাট্যশালায় পরপর তিনটি নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালেখ্য নিয়ে নির্মিত নাটক ‘মুজিব মানে মুক্তি’। লিয়াকত আলী লাকীর গ্রন্থনা ও পরিকল্পনায় নির্মিত এ নাটকটিতে বঙ্গবন্ধুর জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে। এ ছাড়া অন্য দুটি নাটক ছিল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ডাকঘর ও ‘রথযাত্রা’। সবকটি নাটকের নির্দেশনায় ছিলেন লোক নাট্যদলের অধিকর্তা ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আর প্রতিটি নাটকে অভিনয় করেছেন আয়োজক নাট্যদলের নিয়মিত নাট্যকর্মীরা। কাহিনীর ভিন্নতা ও শিল্পীদের অভিনয় দক্ষতায় সবকটি নাটক দর্শকদের অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছে। আজ শনিবার শেষ হবে চার দিনের এ নাট্যোৎসব। সমাপনী সন্ধ্যায় মঞ্চায়ন হবে ভিন্নধর্মী গল্পের নাটক ‘লীলাবতী আখ্যান’।

সর্বশেষ খবর