শনিবার, ৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা
রাজধানীতে এসি বিস্ফোরণে

দগ্ধ একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর চকবাজারে একটি ইলেকট্রনিক পণ্যের দোকানে এসি বিস্ফোরণের ঘটনায় আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতের নাম মোহাম্মদ মাসুম (৩৫)। গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে তিনি মারা যান। গত ২ জুলাই দুপুরে চকবাজারের হরনাথ ঘোষ রোডের ৭১/এ নম্বর তাবা ইলেকট্রনিক্স পণ্যের দোকানে এসির কম্প্রেশার মেশিন বিস্ফোরণে লাগা আগুনে মালিক-কর্মচারীসহ ৫ জন দগ্ধ হয়। দগ্ধ অন্য চারজন এখনো ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

তারা হলেন— দোকান মালিক মামুনুর রশিদ (৪০), দোকান কর্মচারী শামীম হোসেন (৩৪), জাকির হোসেন (২৪) ও খরিদ্দার আবুল কাশেম (৬৫)। চিকিৎসকরা বলছেন, দগ্ধ চারজনের অবস্থাও আশঙ্কাজনক।

ঘটনার দিন মাসুম জানিয়েছিলেন, চকবাজারে তার টুপির দোকান রয়েছে। ওইদিন তিনি তার বন্ধু দোকান মালিক মামুনুর রশিদের সঙ্গে দেখা করতে ওই দোকানে গিয়েছিলেন। এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মাসুমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর