শনিবার, ৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা
লংগদুতে অগ্নিসংযোগ

দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির লংগদুতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও কাপেং ফাউন্ডেশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠন দুটি। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিও করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা। তিনি বলেন, ২ জুন সকালে লংগদু উপজেলা সদরের তিনটিলা এবং পার্শ্ববর্তী মানিকজোড় ছড়ায় জম্মুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে ২৩৬টি বাড়ি ও দোকান ভস্মীভূত হয়, ৮৭টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেসবাহ কামাল বলেন, বাংলাদেশের সংবিধানে এ দেশের জনগণ জাতিতে বাঙালি। বাস্তবতা হচ্ছে বহুজাতির দেশ বাংলাদেশ, এটা স্বীকার করতে সমস্যা কোথায়।

সর্বশেষ খবর