রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফটোসাংবাদিক আশিকের মুক্তি দাবিতে আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

ফটোসাংবাদিক আশিক মোহাম্মদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। ২৭ জুন শান্তিনগর থেকে পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে আটকের পর  তাকে কারাগারে পাঠানো হয়। তিনি ডেইলি অবজারভারে কর্মরত। গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত তাকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে এ সড়ক অবরোধ ও সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারাসহ শতাধিক সাংবাদিক অংশ নেন। ডিইউজের সভাপতি শাবান মাহমুদ বলেন, আশিককে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাকে মুক্তি দিতে হবে। অন্যথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওসহ পুলিশের সব ইতিবাচক খবর প্রকাশ থেকে সাংবাদিকরা বিরত থাকবেন। সমাবেশে ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মোরসালিন নোমানি প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর