মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পাঁচ আইনজীবীর ক্ষমা প্রার্থনা, রায় ২০ জুলাই

নিজস্ব প্রতিবেদক

আদালতকক্ষে চিৎকার, নথি ছুড়ে ফেলা, বেঞ্চ কর্মকর্তাকে মারধর ও আদালতের কার্যক্রমে ব্যাঘাত ঘটানোর পরিপ্রেক্ষিতে পাঁচ আইনজীবী নিঃশর্ত ক্ষমা চেয়ে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন। এ বিষয়ে ২০ জুলাই রায়ের জন্য দিন ধার্য হয়েছে। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট  বেঞ্চ রায়ের এ দিন ধার্য করে। এর আগে ২ জুলাই আইনজীবী নূরে ই আলম ও বিল্লাহ হোসেন লিজেন পাটোয়ারীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। গতকাল বি এম সুলতান মাহমুদ, মতি লাল বেপারী ও  মোহাম্মদ আলীকেও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। আদালতে তিন আইনজীবীর পক্ষে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও বদরুদ্দোজা বাদল। ১৯ জুন আদালতকক্ষে নথি ছুড়ে ফেলা ও বেঞ্চ কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিন আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুলসহ পাঁচ আইনজীবীকে আদালতে হাজির হতে নির্দেশ দেয়। এর আগে ১২ জুন আইনজীবী সুলতান মাহমুদ বেঞ্চ অফিসারদের দুর্নীতির বিষয়ে পদক্ষেপ নিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর