বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা
চকবাজারে আগুন

৯ দিন পর দগ্ধ আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজারে একটি ইলেকট্রনিক্স পণ্যের দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ আবুল কাশেমের (৬৫) মৃত্যু হয়েছে। তিনি ৯ দিন আগে তাবা নামে ওই ইলেকট্রনিক্স দোকানে কেনাকাটার জন্য গিয়ে দগ্ধ হয়েছিলেন। গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ৭ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুম (৩৭)। তিনি ওই দোকানের মালিক মামুনুর রশিদের (৪০) বন্ধু ছিলেন।  জানা যায়, গত ২ জুন ওই ইলেকট্রনিক্স দোকানে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। আগুনে দোকানে রাখা ফ্রিজ, টেলিভিশন, এসিসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। এ ঘটনায় দোকানের মালিক-কর্মচারীসহ পাঁচজন দগ্ধ হন। বৈদ্যুতিক সামগ্রীর কমপ্রেসার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানায় ফায়ার সার্ভিস। দগ্ধদের মধ্যে দোকান মালিক মামুন এবং তার দুই কর্মচারী শামীম  হোসেন (৩৪) ও জাকির হোসেন (২৪) এখনো বার্ন ইউনিটে চিকিৎসাধীন।  এ ছাড়া রাজধানীর রামপুরা, তুরাগ, কদমতলী ও গুলশানের ইউনাইটেড হাসপাতালে আরও চারজনের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

সূত্র জানায়, রামপুরা থানার বনশ্রীতে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে ফারহানা ইসলাম (৩৮) নামের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া যায়। তিনি নরসিংদী পলাশ উপজেলার সুন্দরপুর গ্রামের হুমায়ুন কবিরের স্ত্রী। তুরাগে বিউটি নামে (২৩) আরেক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার স্বামী মারফত আলী জানান, বিউটির পেটে খুব ব্যথা ছিল। আমি তাকে পানি পড়া খাইয়েছি। রাতে বমি আর পাতলা পায়খানা হয়। সকালে এক হুজুরের কাছ থেকে পানি ও তেল পড়া এনে দিই। সে পানি খায়। হাতের চুড়ি, নাকের ফুল খুলে আমার হাতে দেওয়ার কিছুক্ষণ পর সে মারা যায়। সোমবার রাতে কদমতলীর পুকুরবাজার শিশু কবরস্থান এলাকা থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। তার বয়স আনুমানিক ২৬। ওই তরুণীর মানিব্যাগে বেশ কিছু কাগজ ও একটি আবাসিক হোটেলের টোকেন পাওয়া যায়। কিন্তু টোকেনে হোটেলের নাম নেই। তবে পুলিশের ধারণা, ধর্ষণের পর তাকে হত্যা করা হতে পারে। গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে শারমিন নামে এক সেবিকার লাশ উদ্ধার করা হয়। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন জানান, ওই সেবিকা একাই এক রুমে ডিউটিরত ছিল। ধারণা করা হচ্ছে, তিনি নিজে নিজে কোনো ইনজেকশন পুশ করে আত্মহত্যা করতে পারেন।

সর্বশেষ খবর