বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক

আদালতের নির্দেশনার পরও শিক্ষকের বেতন না দেওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাই কোর্ট। গতকাল এ সংক্রান্ত এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। রুলে আদালতের নির্দেশনা অনুসরণ না হওয়ায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রব চৌধুরী। জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রভাষক হাফিজুর রহমানকে জাতীয় বেতন স্কেল ১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৫ অনুযায়ী বেতন-ভাতাদি না  দেওয়ায় ২০১৬ সালে হাই কোর্টে তিনি রিট করেন। রিটের শুনানি নিয়ে আদালত হাফিজুর রহমানকে বেতন-ভাতা  দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু আদালতের আদেশ সত্ত্বেও নির্দেশনা অনুযায়ী বেতন-ভাতা না দেওয়ায় ৪ জুন আদালত অবমাননার অভিযোগে আবেদন করেন রিটকারী হাফিজুর রহমান।

সর্বশেষ খবর