বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা
মুক্তিযোদ্ধা সংসদ

কমান্ডারের বিরুদ্ধে ডেপুটির গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা মহানগরী ইউনিটের কমান্ডার আমির হোসেন মোল্লাকে ‘ভুয়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা’ বলে অভিহিত করেছেন তারই ইউনিটের ডেপুটি কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাজী মো. লুত্ফুর রহমান। তিনি গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করেন, আমির হোসেন মোল্লা ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিরুদ্ধে যে বাদী হয়েছিলেন তার একমাত্র কারণই ছিল পল্লবীতে কাদের মোল্লার ৪ তলা বাড়িটি দখল করা। আমির অনেক অবৈধ সম্পদের মালিক হয়েছেন। লুত্ফুর রহমান বলেন, সাভারের বিরুলিয়া গ্রামে ১৯৭১ সালে ১৮ ডিসেম্বর নিজেদের মধ্যে গোলাগুলিতে আমির হোসেন মোল্লা আহত হন। ঢাকা মেডিকেল কলেজে তার চিকিৎসা হয়েছে মর্মে তিনি ১৯৮৭ সালে একটি ছাড়পত্র দাখিল করেন। ছাড়পত্রে তিনি ‘যুদ্ধাহত’ কথাটি জুড়ে দেওয়া হয়েছিল। ১৯৭২ সালে ছাড়পত্রটি নেওয়া হয়েছে। কিন্তু ওই ছাড়পত্রের ফরম মুদ্রিত হয়েছে ১৯৭৫ সালে। তার এই জালিয়াতির জন্য তাকে ভাতা দেওয়া বন্ধ করা হয়েছে।

লুত্ফুর আরও বলেন, আমির হোসেন মোল্লা চিড়িয়াখানা-লাগোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মালিকানাধীন জমি প্লট আকারে বিক্রি করে ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং এক বিঘার ওপর জমি দখল করে নিয়ে সেমিপাকা ঘর বানিয়ে ভাড়া দিচ্ছেন। ভাড়া বাবদ আয় করছেন মাসে ৮০ হাজার টাকা।

সর্বশেষ খবর