বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে জাতীয় সংসদে বিচার বিভাগ, প্রধান বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের নিয়ে সমালোচনামূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংসদ সদস্যদের বক্তব্য প্রত্যাহারের আহ্বানও জানানো হয়। সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকনসহ সমিতির সদস্য বিএনপি সমর্থক আইনজীবীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এদিকে এ কর্মসূচির পরপরই সহসভাপতি অজি উল্লাহর নেতৃত্বে সমিতির কার্যনির্বাহী কমিটিতে থাকা আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা পাল্টা সংবাদ সম্মেলন করেন। তারা সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের অভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন বলেন, সংসদ সদস্যরা সংসদ পরিচালনার বিধিবিধান সম্ভবত ভুলে গিয়েছিলেন। যে ব্যক্তি তার সম্পর্কে সমালোচনার জবাব দিতে পারবেন না, অর্থাৎ সংসদে উপস্থিত নেই, তার সম্পর্কে সংসদে কোনো আলোচনা করা যায় না। অথচ সংসদ সদস্যরা দুজন প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন ও ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম সম্পর্কে আপত্তিকর বক্তব্য দিয়েছেন। এমনকি প্রধান বিচারপতির সমালোচনা করে বক্তব্য দিয়েছেন, যা সুস্পষ্টভাবে আদালত অবমাননার শামিল। এ সংবাদ সম্মেলনের পরপরই একই স্থানে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নিয়ে সাংবাদিকদের সামনে উপস্থিত হন সমিতির সহসভাপতি অজি উল্লাহ। তিনি বলেন, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের সংবাদ সম্মেলন ছিল রাজনৈতিক আদর্শগত ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদ সম্মেলনের মাধ্যমে বিচার বিভাগের কোনো স্বার্থ রক্ষা হয়নি, হবেও না।

সর্বশেষ খবর