শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শিক্ষার্থীদের মধ্যে ১৩৮ কোটি টাকার উপবৃত্তি বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে সারা দেশের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৩৮ কোটি ৩৫ হাজার ৮৬০ টাকার উপবৃত্তি বিতরণ করা হয়েছে। গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সেখানে ২০ জন শিক্ষার্থীর হাতে নগদ বৃত্তির টাকা তুলে দিয়ে উপবৃত্তি বিতরণের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আমিনের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান এবং ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর