রবিবার, ১৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মধুদার ছেলে বাবুল দে আর নেই

নিজস্ব প্রতিবেদক

মধুদার ছেলে বাবুল দে আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা, একাত্তরের শহীদ মধুসূদন দের ছোট ছেলে বাবুল চন্দ্র দে (৪৯) আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এ সময় তিনি স্ত্রী ও দুই কন্যা ছাড়াও অগণিত ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি ব্যাংক পেশায় যোগ দিয়েছিলেন। মৃত্যুকালে তিনি সাউথ ইস্ট ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্র জানিয়েছে, পোস্তগোলা শ্মশানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১-এর পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রসঙ্গত, একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাবুল চন্দ্র দের বাবা, মা, বড় ভাই ও বড় ভাবিকে নির্মমভাবে হত্যা করে। বাবুল মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১-এর প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক ছিলেন। এই আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবুল শুধু রাজপথেই ছিলেন না, ১৯৯২ সালের ২৬ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণআদালতে  যুদ্ধাপরাধী গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্যও দিয়েছিলেন।

সর্বশেষ খবর