রবিবার, ১৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মাহফুজকে জিজ্ঞাসাবাদ করতে ঢাকায় ভারতীয় গোয়েন্দা দল

নিজস্ব প্রতিবেদক

গুলশানের হোলি আর্টিজানে হামলার অস্ত্র-গোলাবারুদ সরবরাহকারী জঙ্গি নেতা হাতকাটা মাহফুজকে জিজ্ঞাসাবাদ করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের ভারতীয় তদন্ত দল বাংলাদেশে এসেছে। তারা ভারতের বর্ধমানের খাগড়াগড়ে জেএমবির আস্তানা স্থাপন, আস্তানায় গ্রেনেড তৈরির সময় বিস্ফোরণে হতাহতের ঘটনা, ভারতে জেএমবির কার্যক্রম, জঙ্গি অর্থায়ন, সদস্যসংখ্যা, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগসহ নানা বিষয়ে মাহফুজকে জিজ্ঞাসাবাদ করবেন। মাহফুজ বর্ধমান বিস্ফোরণের ঘটনায় ভারতের মোস্ট ওয়ান্টেড। তাকে জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে ভারত সরকার। পুরস্কারের অর্থ স্বল্প সময়ের মধ্যেই ভারত সরকার বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে। ভারতীয় প্রতিনিধিদল ঢাকায় আসার বিষয়টি পুলিশের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

সর্বশেষ খবর