রবিবার, ১৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নিয়ন্ত্রিত নির্বাচন করার প্রয়াস চলছে : রব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দেশে আজ গণতন্ত্র, মানবাধিকার ও জনজীবনের নিরাপত্তা নেই। আগামী নির্বাচনকে সরকার একটি নিয়ন্ত্রিত নির্বাচনে পরিণত করার প্রয়াস চালাচ্ছে। এ থেকে জাতিকে মুক্ত করার জন্য দুই জোটের বাইরের সব গণতান্ত্রিক ও প্রগতিশীল দল ও সমাজ শক্তিকে নিয়ে তৃতীয় বা বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। আ স ম রবের বাসভবনে চা-চক্রে পুলিশি বাধার প্রতিবাদে গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এ কর্মসূচির আয়োজন করে। আ স ম রব পুলিশি বাধার বিবরণ দিতে গিয়ে বলেন, ১৩ জুলাই সন্ধ্যার পর আমি দেশের বিশিষ্ট কয়েকজন রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে আমার বাসায় চা-চক্র ও নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা প্রায় সবাই বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন দল ও সংগঠনের শীর্ষ নেতা। জাতি ও জনগণের কাছে শ্রদ্ধেয় এসব অতিথি আমার বাসভবনে প্রবেশ করার কিছুক্ষণ পরই বিনা অনুমতিতে পুলিশ সেখানে প্রবেশ করে অনুষ্ঠান করতে বাধা দেয়। পর পর কয়েকবার এভাবে প্রবেশ করে পুলিশ অনুষ্ঠান বন্ধ করতে বলে। আমার বাসায় এ ধরনের সম্মানিত ব্যক্তিবর্গকে নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে পুলিশি বাধাদান দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর হামলার শামিল।

বক্তারা বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের মতো আরেকটি নির্বাচন করতে চাইলে তা প্রতিহত করতে হবে। জেএসডি নেত্রী মিসেস তানিয়া রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের অন্যতম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, বিকল্প ধারার মুখপাত্র মাহী বি চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোসতাক আহমেদ প্রমুখ।

সর্বশেষ খবর