সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

দেশের জনসংখ্যার ১৫ ভাগ প্রতিবন্ধী!

নিজস্ব প্রতিবেদক

দেশের মোট জনসংখ্যার ১৫ ভাগ প্রতিবন্ধী রয়েছে বলে জানিয়েছে ডিসঅ্যাবিলিটি রাইটস প্রোমোশন ইন্টারন্যাশন্যাল। গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রতিবন্ধীদের অধিকার নিয়ে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করেন সংগঠনের নেতারা। ডিসঅ্যাবিলিটি রাইটস প্রমোশন ইন্টারন্যাশনাল-এর কান্ট্রি কো-অর্ডিনেটর তার লিখিত বক্তব্যে বলেন, এত বড় একটা জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ ছাড়া প্রতিবন্ধীরা আমাদের দেশের বোঝা তাদের দক্ষতাই তাদের পরিচয়। অনুগ্রহ করে নয়, দক্ষতা অনুযায়ী এসব প্রতিবন্ধীদের দেশের উন্নয়নমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

মিট দ্য প্রেস এ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— কানাডার টরেন্টোর ইয়র্ক ইউনিভার্সিটির ডিসঅ্যাবিলিটি বিষয়ের বিখ্যাত অধ্যাপক ড. মার্সিয়া রিউ এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পারিচালক আবদুস সাত্তার দুলাল।

সর্বশেষ খবর