সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জগন্নাথে টেন্ডার নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ

প্রতিদিন ডেস্ক

পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দরপত্র জমা দিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সকাল ও দুপুরে দুই দফা সংঘর্ষের সময় ছুরিকাঘাতে গুরুতর আহত শান্ত নামে এক ছাত্রলীগ কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও এখানে ছাত্রলীগ কর্মী পিয়াস, রাশেদসহ বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর : বিডিনিউজের। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বিগত কমিটির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শামীমের অনুসারীদের সঙ্গে নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

 নির্ধারিত সময়ের মধ্যে প্রতিপক্ষের বাধার মুখে দরপত্র জমা দিতে ব্যর্থ হয়ে শরিফ ও সিরাজ তাদের সাংগঠনিক সম্পাদক শামীমকে সঙ্গে নিয়ে দলবলসহ ক্যাম্পাসে ঢুকে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা করেন বলে নতুন কমিটিতে পদপ্রত্যাশী (ময়মনসিংহ গ্রুপের নেতা) জহির রায়হান আগুন জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে শান্তকে ছুরিকাঘাত করা হয়। হামলাকারীদের মধ্যে শরিফের ছোটভাই দিদার, ওয়ারী এলাকার নুহাশসহ ২০ থেকে ২৫ জন বহিরাগত অংশ নেয় বলে ছাত্রলীগ কর্মীরা অভিযোগ করেন। পরে প্রক্টর নূর মোহাম্মদ, সহকারী প্রক্টর মোস্তফা কামাল ও কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মওদুদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সর্বশেষ খবর