মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

২৬ জুলাই নতুন মুদ্রানীতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংক আগামী ২৬ জুলাই ২০১৭-১৮ অর্থ-বছরের ষান্মাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান মুখপাত্র শুভঙ্কর সাহা এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির আগামী ২৬ জুলাই সকালে ২০১৭-১৮ অর্থ-বছরের প্রথম অর্ধাংশের মুদ্রানীতি তুলে ধরবেন। সতর্কতামূলক অবস্থান বজায় রেখে এবং বিনিয়োগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মূল্যস্ফীতি গুরুত্ব দিয়ে এবারের মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে। তিনি বলেন, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম অর্ধাংশের মুদ্রানীতিতে আমরা বড় ধরনের কোনো পরিবর্তন আনব না।

মুদ্রানীতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেন, ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট এবং রাজস্ব নীতি অনুসারে মুদ্রানীতি প্রতিবেদন চূড়ান্ত করা হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এ নীতিকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে অর্থনীতিবিদ, বিভিন্ন উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, উদ্যোক্তাদের কাছ থেকে এরইমধ্যে বিভিন্ন প্রস্তাবনা এসেছে। সেসব পরামর্শ বিশ্লেষণের পরে আমরা মুদ্রানীতি প্রতিবেদন চূড়ান্ত করছি।

সর্বশেষ খবর