মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

লন্ডনে আজ মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি

লন্ডন প্রতিনিধি

লন্ডনে আজ মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। ‘বাংলাদেশে সন্ত্রাসবাদ ও আইনের শাসন’ শীর্ষক এক সংলাপে স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় দুই দলের নেতারা ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে বসবেন। এর আয়োজক স্বতন্ত্র সদস্য আলেক্সান্ডার চার্লস কারলাইল। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ আলোচনা চলবে।

আলেক্সান্ডার চার্লস কারলাইলের মুখপাত্র সুজিত সেন গণমাধ্যমকে বলেন, এ সংলাপে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং ডাক ও  টেলিযোগাযোগমন্ত্রী তারানা হালিম। আর বিএনপির পক্ষে অংশ  নেবেন  স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ  চৌধুরী, ব্যারিস্টার রুমি ফারহানা ও হুমায়ুন কবির। এ ছাড়া বেশ কয়েকজন ব্রিটিশ এমপিসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি উপস্থিত থাকবেন। সংলাপের আগে দুপুরে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিদের সম্মানে এক ভোজসভার আয়োজন করেছেন কারলাইল।

 

সর্বশেষ খবর