বুধবার, ১৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা
সীতাকুণ্ডে হামে আক্রান্ত আরও ৪ শিশু

টিকা কর্মসূচির বাইরে ছিল ৯ পল্লী, বদলি ৬ স্বাস্থ্যকর্মীকে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরাসহ অন্তত ৯টি পল্লী টিকাদান কর্মসূচির বাইরে ছিল। কয়েক দশক ধরেই ওই এলাকা টিকা কার্যক্রমের আওতায় নেই। সরকারের পক্ষ থেকে এরই মধ্যে বলা হয়েছে, হাম রোগেই ত্রিপুরা পল্লীর ৯ শিশু মারা গেছে। এ ঘটনায় গতকাল ৬ স্বাস্থ্যকর্মীকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ৪ শিশুকে। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ কর্মীকে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন এ সংক্রান্ত আদেশ জারি করেন। এরা হলেন খালেদ মো. হুমায়ন কবির, রেভা মহাজন, নিলুফা আক্তার, বদরুন্নাহার বেগম, তফরা বেগম ও মো. নুরুল করিম। সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর