বুধবার, ১৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা না হলে ৩০ জুলাই সচিবালয় অবরোধ

নিজস্ব প্রতিবেদক

নবম ওয়েজ বোর্ড ঘোষণা ও ৫৭ ধারা বাতিলের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে সাংবাদিকরা। আইসিটি আইনের ৫৭ ধারা বাতিল, সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, সাংবাদিক হত্যাচেষ্টায় জড়িতদের শাস্তি দাবিসহ সারা দেশে সাংবাদিক হয়রানি-নির্যাতন বন্ধ ও নবম ওয়েজ বোর্ডের দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এ কর্মসূচির আয়োজন করে। বক্তারা বলেন, সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা না হলে ৩০ জুলাই ঢাকার সচিবালয় অবরোধ করা হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, নবম ওয়েজ বোর্ড করা নিয়ে বহু সমাবেশ করা হয়েছে। বহুবার এ নিয়ে কথা বলা হয়েছে। তবে তা বাস্তবায়ন হয়নি। ২৯ জুলাইয়ের মধ্যে এই দাবি মানা না হলে ৩০ জুলাই সকাল ১০টায় সাংবাদিক সমাজ সচিবালয় অবরোধ করবে। ঢাকার বাইরে সারা দেশে সাংবাদিক সমাজ সমাবেশ করবে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ বলেন, ২৯ জুলাইয়ের মধ্যে যদি নবম ওয়েজ বোর্ড ঘোষণা না করা হয়, তথ্যমন্ত্রী যদি আন্তরিক না হন তাহলে সাংবাদিক সমাজ প্রেস ক্লাব চত্বর দখলে রাখবে, অবরোধ করা হবে।

সর্বশেষ খবর