বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা
উপলক্ষ এমপির স্ত্রী-পুত্রের আসন্ন হজযাত্রা

তিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বিরাট ভোজ অনুষ্ঠান

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে মাঠের মধ্যে বিশাল প্যান্ডেল তৈরি করে ভূরিভোজের আয়োজন করেছেন সরকারদলীয় স্থানীয় এমপি ম ম আমজাদ হোসেন মিলন। এমপির স্ত্রী ডেইজি মিলন, দুই ছেলে ম ম জাকির হোসেন জুয়েল ও ম ম জার্জিয়াস মিলন রুবেল হজব্রত পালনের জন্য ২৪ জুলাই মক্কার পথে যাত্রা করবেন— এ উপলক্ষে এ ভূরিভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তবে স্থানীয়রা বলছেন, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের সন্তুষ্টি অর্জনের জন্যই ভোজের আয়োজন। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা জানান, রায়গঞ্জ-তাড়াশের সংসদ সদস্য মারা যাওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিলন এমপি নির্বাচিত হন। এমপি হওয়ার পরই নানা বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। আওয়ামী লীগের নেতা-কর্মী থেকে শুরু করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন এমপি মিলন। এ অবস্থায় নানা কৌশল অবলম্বন করে কর্মীদের কাছে টানার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় স্ত্রী ও ছেলেদের আসন্ন হজযাত্রাকে পুঁজি করে তাড়াশ ডিগ্রি কলেজ, ইসলামিয়া পাইলট উচ্চবিদ্যালয় ও তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিরাট ভোজ উত্সবের আয়োজন করেন মিলন। ক্ষমতার দাপটে তিনটি প্রতিষ্ঠান বন্ধ রেখে মাঠের মধ্যে বিশাল প্যান্ডেল তৈরির পাশাপাশি এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কক্ষের ভিতরও আগতদের খাওয়ানো হয়। প্রায় ৪ হাজার অতিথির জন্য ৫টি গরু ও ৫টি ছাগল জবাই দেওয়া হয়। প্যান্ডেল তৈরি শুরু হয় মঙ্গলবার।

সর্বশেষ খবর