বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

‘দেশরত্ন শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মময় ও দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অধ্যায় নিয়ে প্রকাশনা সংস্থা বাংলা টাইমস প্রকাশনী প্রকাশ করেছে ‘দেশরত্ন শেখ হাসিনা’ শীর্ষক সম্পাদনা গ্রন্থ। ৩৪০ পৃষ্ঠার এ বইটির সম্পাদনা করেছেন টি এইচ এম জাহাঙ্গীর। গতকাল বিকালে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বাংলা টাইমস প্রকাশনী, বাংলাদেশ স্টাডি ট্রাস্ট ও সময় উন্নয়ন সোসাইটির যৌথ আয়োজনের এ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ প্রমুখ।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ।

বাংলাদেশ স্টাডি ট্রাস্টের সভাপতি ড. এ কে আবদুল মোমেনের সভাপতিত্বে বইটির নানা দিক নিয়ে আলোচনা করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল-ইসলাম, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমদ চৌধুরী, আরডিএ’র মহাপরিচালক প্রকৌশলী এম এ মতিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া, বাংলাদেশ স্টাডি ট্রাস্টের সাধারণ সম্পাদক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা টাইমসের নির্বাহী সম্পাদক ওমর ফারুক।

সর্বশেষ খবর