শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

দাউদকান্দিতে যুবলীগের সম্মেলনে গুলির সেই অস্ত্রধারী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

জেলার দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সম্মেলনে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি প্রার্থী মো. মাহবুব আলম সবুজকে গুলি করা অস্ত্রধারী মোকাররমকে পুলিশ গ্রেফতার করেছে। উপজেলার রায়পুর থেকে ৪ রাউন্ড গুলি ও পিস্তলসহ পুলিশ তাকে গ্রেফতার করে। মোকাররম দাউদকান্দি উপজেলার ছান্দ্রা গ্রামের রজ্জব আলীর ছেলে। গতকাল এ নিয়ে থানায় দুটি মামলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলার রায়পুর স্কুল মাঠে ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলাকালে সবুজকে গুলি করে পালিয়ে যায় মোকাররম। এ সময় মঞ্চে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিভিন্ন স্থান থেকে তখন মিছিল আসছিল, কিন্তু হঠাৎ গুলির শব্দে অনুষ্ঠানস্থলে নেতা-কর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মাটিতে পড়ে ১০-১২ জন আহত হয়। একটি গুলি যুবলীগ নেতা মাহবুব আলম সবুজের ডান হাতে লাগে। তাকে উদ্ধার করে গৌরীপুর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢামেকে প্রেরণ করা হয়। দাউদকান্দি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গুলিটি হাতে লাগায় যুবলীগ নেতা মাহবুব এখন আশঙ্কামুক্ত। পিস্তলসহ মোকাররমকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে।

 অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে এবং গুলি করে আহত করার ঘটনায় যুবলীগ নেতা মাহবুবের বোন ফরিদা ইয়াসমিন বাদী হয়ে থানায় মামলা করেছে।

সর্বশেষ খবর