শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্ট থেকে ল্যাপটপ চোর আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের পার্কিংয়ে একের পর এক চুরি যাওয়া ল্যাপটপের রহস্য উদঘাটন করেছে মার্কেট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বেজমেন্ট-১ এ কিছু মাস্টার কিসহ আবদুর রহিম নামের এক ব্যক্তিকে হাতেনাতে ধরে তেজগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তেজগাঁও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আজহার আলী বাদী হয়ে একটি মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম বিভিন্ন সময় বসুন্ধরা মার্কেটের পার্কিংয়ে থাকা গাড়ি থেকে ল্যাপটপ ও মূল্যবান দ্রব্যাদি চুরির কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

সিটি শপিং মলের জিএম (এডমিন অ্যান্ড এইচআর) মেজর (অব.) মোস্তাক রেজা জানান, মার্কেটের বেজমেন্ট থেকে সম্প্রতি ৭-৮টি ল্যাপটপ চুরির অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়গুলো খতিয়ে দেখছিলাম। বৃহস্পতিবার আবদুর রহিম তার মাস্টার কি দিয়ে একটি গাড়ির দরজা খুলেছে এমন খবর পেয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। কিছু সময়ের মধ্যেই সে তার অপরাধ স্বীকার করে। রহিমের পকেটে অনেকগুলো মাস্টার কি পাওয়া গেছে। রহিম নিজেও গাড়ি চালিয়ে মার্কেটে আসত। আমাদের ধারণা তার অনেক সহযোগী রয়েছে। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বলেন, রহিম এর আগেও চুরির অপরাধে গ্রেফতার হয়েছিল। জামিনে ছাড়া পেয়ে সে পুনরায় একই অপরাধে জড়িয়েছে। সে একটি সিন্ডিকেটের সদস্য। আমরা আদালতে তিন দিনের রিমান্ড চেয়েছিলাম। তবে আদালত রিমান্ড মঞ্জুর করেনি।

সর্বশেষ খবর