রবিবার, ২৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

১০ দিনের মধ্যে দক্ষিণে চিকুনগুনিয়া মুক্ত হবে

---------- সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

চিকুনগুনিয়া রোগীদের বাড়িতে চিকিৎসাসেবা এবং ওষুধ পৌঁছে দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি। সেপ দেওয়ার লক্ষ্যে সার্বক্ষণিক কল সেন্টার চালু করেছে। গতকাল চিকুনগুনিয়া নিয়ে জনসচেতনতা তৈরিতে আয়োজিত এক নাগরিক শোভাযাত্রা অনুষ্ঠানে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আগামী ১০ দিনের মধ্যে বিএসসিসি এলাকা চিকুনগুনিয়া মুক্ত করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় বলেছিলাম চার থেকে ছয় সপ্তাহের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে। গত শুক্রবারও আমি বলেছিলাম তিন থেকে চার সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে নিয়ে আসব। আট দিন পর আপনাদের মুখোমুখি হয়ে বলতে চাই, আগামী ১০ দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে চিকুনগুনিয়া রোগ মুক্ত করবই। ১০ দিনের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশন এলাকা চিকুনগুনিয়ামুক্ত করার পর তা ফের বাড়তে পারে বলেও সতর্ক করে তিনি বলেন, ১০ দিন পর হয়তো চিকুনগুনিয়া মুক্ত হয়ে যাবে। এমনো হতে পারে ৯৮ ভাগ কমে যেতে পারে, ৯৯ ভাগ কমে যেতে পারে। মুক্ত হওয়ার সাত দিন পর আবার নতুন করে এটি ছড়াতে পারে। নিজের মা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন জানিয়ে সাঈদ খোকন বলেন, আমি যখন বাসা থেকে বের হই, তখন আমার মা আমাকে দোয়া দেন, সাহস জুগিয়ে পাঠান। তার বিমর্ষ চেহারা দেখে আমি আসি। এই শহরের লাখ মায়ের কষ্ট আমি বুঝি। এই রোগে আক্রান্ত রোগীদের কষ্টও আমি বুঝি। সেই কষ্ট বুকে ধারণ করেই চিকুনগুনিয়া প্রতিরোধে কাজ করে যাচ্ছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর