রবিবার, ২৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

‘মানবমুক্তির জন্য অক্টোবর বিপ্লবের চেতনা আজও আলোকবর্তিকা’

গাইবান্ধা প্রতিনিধি

অক্টোবর বিপ্লব কেবল রুশ দেশের মানুষের ওপর থেকে শোষণ-বঞ্চনা-নিপীড়নের অবসান ঘটায়নি, দুনিয়া থেকে শ্রেণিগত, জাতিগত নিপীড়ন উচ্ছেদ করে মানবমুক্তির পথ দেখিয়েছে। পুঁজিবাদের নিরঙ্কুশ শাসনের অবসান ঘটিয়ে সমাজতন্ত্র সাম্যবাদ প্রতিষ্ঠা করেছে।

গতকাল রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদযাপন কমিটি আয়োজিত ‘অক্টোবর বিপ্লবের চেতনা আজও প্রাসঙ্গিক’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ এসব কথা বলেন। গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে তিনি আরও বলেন, পৃথিবীতে যখন মানুষে মানুষে বৈষম্য শোষণ-বঞ্চনা ক্রমবর্ধমান, গণতন্ত্র ও শান্তি নানাভাবে বিঘ্নিত হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর