রবিবার, ২৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জঙ্গিবাদের নামে নিরীহ মানুষকে হত্যা করার অধিকার কারও নেই

---------- তরিকত

নিজস্ব প্রতিবেদক

ইসলামে জঙ্গিবাদের স্থান নেই। নিরীহ মানুষকে হত্যা করার অধিকার কারও নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কঠোরভাবে জঙ্গিবাদ দমন করছে। গতকাল তরিকত ফেডারেশনের কলাবাগানের কার্যালয়ে এনজিও ফোরাম হেভিয়েট কাউন্সিল বাংলাদেশের নেতাদের সঙ্গে আলোচনার সময় সংগঠনের মহাসচিব এম এ আউয়াল এমপি এ কথা বলেন। এ সময় হেভিয়েট কাউন্সিলের চেয়ারম্যান ওয়াহিদা বানু, সেক্রেটারি মাহবুবুল হকসহ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এম এ আউয়াল আরও বলেন, কিছু লোকের ভ্রান্ত ধারণার ফলে গোটা বিশ্বের মুসলমানরা বিপদে পড়ে যাচ্ছে। ইসলাম ধর্ম ব্যবহার করে অনেকে ইসলামকে কলুষিত করছে। ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা করছে। ইসলাম হত্যা সমর্থন করে না। আর আত্মঘাতী হলে কেউ বেহেস্তে চলে যাবে এমন কথা কোথাও বলা নেই। এই বিভ্রান্তিটা সৃষ্টি করা হচ্ছে। আমরা চাই না আমাদের দেশ এ ধরনের বিভ্রান্তির দিকে যাক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর