সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রেনাটার সেই দখল করা জমি উদ্ধার করল বনবিভাগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় সরকারের বনভূমি হিসেবে গেজেটভুক্ত ৪১ বিঘা জমি ভুয়া কাগজে রেনাটা গ্রুপের নামে রেজিস্ট্রি করা জমি উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। শনিবার দুপুরে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ধামশুর মৌজায় ১২১৭ দাগের ওই ৪১ বিঘা জমি উদ্ধার করে চারা রোপণ করেছে বন বিভাগ।

 

বিট কর্মকর্তা শরীফুর রহমান খান চৌধুরীর নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা শেখ আবদুল কাদির, ফরেস্টার মো. হাফিজুর রহমান ও বিভিন্ন বিটের বন প্রহরীগণ উদ্ধার অভিযানে অংশ নেন। বিট কর্মকর্তা শরীফুর রহমান খান চৌধুরী জানান, প্রায় ৪১ বিঘা জমি যার বর্তমান মূল্য আনুমানিক ১৫ কোটি টাকা স্থানীয় একটি মহল প্রভাব খাটিয়ে দীর্ঘদিন জবর দখল করে রেখেছিল। শনিবার বন বিভাগ ওই জমি উদ্ধার করে সরকারের বনায়ন কর্মসূচির অংশ হিসেবে ৫ হাজার আকাশ মনির চারা রোপণ করেছে। প্রত্যেকটি চারার নিরাপত্তার জন্য বাঁশের কাঠি দিয়ে খুঁটি দেওয়া হয়েছে। চারাগুলো রক্ষণাবেক্ষণের জন্য বন প্রহরীদের সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, গত ৪ জুলাই দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ‘অপকর্মে বেপরোয়া রেনাটা’ শিরোনামে প্রথম পাতায় খবর প্রকাশ হয়।

সর্বশেষ খবর