সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সেই চিকিৎসকদের তলব

নিজস্ব প্রতিবেদক

অস্ত্রোপচারের সাড়ে তিন মাস পর পটুয়াখালীর বাউফলে এক প্রসূতির পেট থেকে গজ বের করার ঘটনায় স্থানীয় একটি ক্লিনিকের মালিকসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের তলব করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।

বাউফলের নিরাময় ক্লিনিকের স্বত্বাধিকারী, পটুয়াখালীর সিভিল সার্জন ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধানকে ১ আগস্ট আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ কেন আনা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ ৯ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

‘সাড়ে তিন মাস পর পেট থেকে বের হল গজ!’ শিরোনামে ২২ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আইনজীবী মো. শহিদ উল্লাহ আদালতের নজরে আনেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর