সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নেতা, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ৯২তম জন্মবার্ষিকী গতকাল নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে পরিবার, ঢাকা, গাজীপুর জেলা ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি, কবিতা আবৃতি, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে বনানী কবরস্থানে তাজউদ্দীনের কবরে তার কন্যা সিমিন হোসেন রিমি এমপি পরিবারের অন্য সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। কাপাসিয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও তাজউদ্দীন সম্পর্কীয় বক্তব্য প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্। এছাড়া কাপাসিয়া উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগ নানা অনুষ্ঠানের আয়োজন করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর