মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় তিন জেএমবি সদস্যের জেল

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় তিন জেএমবি সদস্যের বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে আদালত। মামলার এক যুগ পর আসামিদের এ সাজা দেওয়া হলো। গতকাল ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালতে এ রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— আবুল আল ফাত্তাহ ওরফে শাকিল, রেজাউল করিম ও তারেক ইকবাল। ফাত্তাহ ও রেজাউলের ১৭ বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের জেল। তারেক ইকবালের আট বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের জেল দেন বিচারক। রায় ঘোষণার সময় কারাগার থেকে ফাত্তাহ ও রেজাউলকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা তারেক ইকবালকেও কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানীর ফার্মগেট ও মহাখালী বাসস্ট্যান্ডে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়। তদন্ত শেষে ২০০৭ সালের ২৩ অক্টোবর এই তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। তা আমলে নিয়ে ওই বছরেই অভিযোগ গঠন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর