বুধবার, ২৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

‘বাইতুল মোকাদ্দাসে নামাজ আদায়ে বাঁধা দিয়ে বিশ্বে অশান্তি সৃষ্টি করতে চায়’

নিজস্ব প্রতিবেদক

বাইতুল মোকাদ্দাসে নামাজ আদায় করতে বাঁধা দিয়ে এবং নামাজ আদায়ের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে ইসরায়েলি বাহিনীর গুলি করে সারা বিশ্বে অশান্তি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। আল আকসায় ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত গতকাল বিকালে রাজধানীর বিল্ডিং চত্বর থেকে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি জি.এম. রুহুল আমীনের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইসরায়েলিরা মুসলমানের হৃদয়ে আঘাত করছে : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী গতকাল এক বিবৃতিতে বলেন, মসজিদে আকসায় প্রবেশপথে নিরাপত্তা চৌকি বসিয়ে এবং তল্লাশি চালিয়ে মুসুল্লিদের জুমার নামাজ আদায়ে বাঁধা দেওয়ার অর্থ মুসলমানদের হৃদয়ে আঘাত করা এবং বিশ্ব পরিস্থিতিকে নতুনভাবে অশান্ত করা। তিনি বলেন, আগ্রাসী ও সন্ত্রাসী মানোভাবের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব মুসলিমকে সোচ্চার হতে হবে।

সর্বশেষ খবর