শিরোনাম
বুধবার, ২৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বরিশালের সিএমএমকে সরালে বিচার বিভাগের সম্মান বাড়বে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে মানহানির মামলায় প্রয়োজনীয় দ্বিধা-দ্বন্দ্ব তৈরি করায় বরিশালের সিএমএমকে সরালে বিচার বিভাগের সম্মান বাড়বে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল রাজধানীর বনানীতে  কোডার্স ট্রাস্ট বাংলাদেশ আয়োজিত নতুন ফ্রিল্যান্সারদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি মন্তব্য করেন। মন্ত্রী বলেন, সেখানে দেখলাম, জামিন দেওয়ার ব্যাপারে একটা অহেতুক এবং অপ্রয়োজনীয় কনফিউশন সৃষ্টি করা হয়েছিল। সেজন্য আমরা মনে করেছি, সেখানে যে সিএমএম আছেন, তাকে  সেখান থেকে সরিয়ে আনলে বিচার বিভাগের সম্মান বাড়বে। ওই জেলায় বিচারিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হবে। এ কারণে তাকে ওখান থেকে বদলির প্রস্তাব করেছি। এটি নিয়ম। বিচার বিভাগ স্বাধীন। ওই বিচারককে বদলির জন্য আইন মন্ত্রণালয়ের প্রস্তাবের বিষয়ে আইনমন্ত্রী বলেন, প্রথমে তাকে বদলি করতে হবে। তারপর তিনি বিচারিক কাজে  কোনো অনিয়ম করেছেন কিনা— তা তদন্ত করে দেখা হবে।

সর্বশেষ খবর