বুধবার, ২৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রাষ্ট্রীয় মর্যাদায় ইসহাকমিয়ার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল দুপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসহাক মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে প্রয়াতের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। পরে পুলিশের একটি চৌকস দল মুক্তিযোদ্ধা ইসহাক মিয়াকে রাষ্ট্রীয় সম্মাননা জানান। এ সময় মরদেহ জাতীয় পতাকায় ঢেকে দেওয়া হয়। প্রবীণ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম চৌধুরী এবং প্রয়াতের সন্তান মো. রেজোয়ান মিয়া। জানাজায় অংশ নেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মন্ত্রী ডা.আফছারুল আমিন, সাবেক মেয়র এম মনজুর আলম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম প্রমুখসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রসঙ্গত গত সোমবার নগরীর মেহেদিবাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ রাজনীতিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সর্বশেষ খবর