বুধবার, ২৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সরকারবিরোধী অপপ্রচারের জবাব দিতে বললেন জয়

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘বিএনপির মিথ্যাচারের জবাব উচ্চৈঃস্বরে দিতে হবে। এর জন্য তারা (বিএনপি) যেসব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে আমাদেরও উচ্চৈঃস্বরে এর জবাব দিতে হবে।’ গতকাল সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে দলীয় নেতাদের এ পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ‘তথাকথিত সুশীলরা এজেন্ডা নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমেছেন। এদের কথাবার্তারও প্রতিবাদ করতে হবে।’ জয় বলেন, ‘গণমাধ্যমে বিভিন্ন সময়ে সরকারবিরোধী বানোয়াট সংবাদ পরিবেশন করা হচ্ছে। এগুলোর যথাযথ প্রতিবাদ জানাতে হবে।’ বৈঠকে প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম, সদস্যসচিব হাছান মাহমুদ, সদস্য আমিনুল ইসলাম, গোলাম কবীর রব্বানী চিনু এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, শ ম রেজাউল করিম, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর