বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

দাবি মানতে সম্মত কর্তৃপক্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

২২ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলন চতুর্থ দিন অতিক্রম করেছে। গত তিন দিনের মতো বুধবার সকালে শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে সমাবেশ করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ২২ দফা দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নিয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলনরত শিক্ষার্থীদের ২২ দফা দাবিনামা হাতে পেয়ে কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে এগুলো মেনে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। ওই দাবিগুলো বাস্তবায়নের কাজও শুরু করেছে। কর্মকর্তা-কর্মচারী নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ না করার অভিযোগে বিশ্ববিদ্যালয় ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে চার দিন ধরে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগ। আন্দোলনে নেতৃত্বদানকারীদের অন্যতম ছাত্রলীগ নেতা ইমরান হোসেন নাঈম বলেন, উপাচার্য ঢাকায় অবস্থান করে বিবৃতি দিয়ে দাবি মানার কথা জানিয়েছেন। কিন্তু তাতে আন্দোলনকারীরা সন্তুষ্ট নয়। উপাচার্যকে ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সঙ্গে বসে দাবিগুলো মানার ব্যাপারে চুক্তি করতে হবে। নইলে আন্দোলন চলবে।

সর্বশেষ খবর