বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

চারদিকে সরকারের বিদায় সুর শোনা যাচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, চারদিকে আওয়ামী লীগ সরকারের বিদায়ের সুর শোনা যাচ্ছে। কাজেই চক্রান্ত-ষড়যন্ত্র-নীল নকশা করে আর পার পাওয়া যাবে না। পরিবর্তনের বাতাস বইছে সর্বত্র। এটি ঠেকানো যাবে না। গতকাল  রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ একথা বলেন। রিজভী অভিযোগ করে বলেন, বিএনপির সিনিয়র নেতাদের নামে বানোয়াট ও ভিত্তিহীন বিবৃতি একটি ওয়েবসাইটে প্রচার করা হয়েছে।

দুদিন আগেও তারেক রহমানকে উদ্দেশ্য করে দলের ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খানের নাম ব্যবহারের মাধ্যমে বানোয়াট, অসত্য, মনগড়া বক্তব্য একটি ওয়েবসাইটে প্রচার করা হয়েছে। যার সঙ্গে মোরশেদ খানের কোনো সম্পর্কই নেই।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে— ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচন করা। কিন্তু তাতে কোনো লাভ হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী সাধারণ নির্বাচন হবে।

সর্বশেষ খবর