শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ-ভারতের পাঁচটি রুটে বাসভাড়া নিয়ে রুল

নিজস্ব প্রতিবেদক

ভাড়া নির্ধারণ ছাড়াই দুই বছরের জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের পাঁচটি রুটে বাস অপারেটর নিয়োগে দেওয়া টেন্ডার বিজ্ঞপ্তি কেন বেআইনি হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ রুল জারি করে। চার সপ্তাহের মধ্যে সড়ক পরিবহন ও সেতু সচিব, পররাষ্ট্র সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ও ডেপুটি জেনারেল ম্যানেজারকে (অপারেশন) রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটে বলা হয়, বাংলাদেশ থেকে ভারতের আন্তর্জাতিক বাস রুটে সরকার টু সরকার সম্পাদিত প্রটোকলের শর্ত অনুসারে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে নাস্তাসহ ১১ ডলার ভাড়া আদায়ের কথা। অথচ সরকারি পরিবহন সংস্থা বিআরটিসিসহ সব বেসরকারি কোম্পানি ১ হাজার ৭০০ টাকা থেকে ২ হাজার টাকা ভাড়া আদায় করছে।

সর্বশেষ খবর